"একটু খানি আলো দাও! আমি ছড়িয়ে দেব হৃদয় থেকে হৃদয়ে"।
লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ০৭ সেপ্টেম্বর, ২০১৩, ১০:১৫:০৭ রাত
ফজরের আযান আমার হৃদয় মাঝে খুবই আনন্দের দোলা দেয়।
যদি কোনদিন মায়ের হাতের পানির আলতো ছিটুনি চোখে লাগে, তবে তা অলসতাকে নিগূঢ় ভাবে দূর করে দেয়।
ঢাকার আকাশে আযানের ধ্বনি খুবই শ্রুতিমধুর, যার সৌন্দর্য্য এ ধরার শোভাবর্ধন করে।
নির্মল কোলাহলমুক্ত পরিবেশ কতই না অসাধারণ!
বন্ধু, তুমি কি সেই ভোরের আযান শুনেছো?
হয়তো অপেক্ষা করেছো সূর্যোদয়ের জন্য। তুমি কি অবলোকন করেছো আকাশের লালিমা?
পূর্ব দিগন্তে সূর্যোদয়ের সময় আকাশের যে রক্তক্ষরণ, সেটা কতই না কষ্টের।
কিন্তু এই কষ্টের পরে তা হয়ে যায় প্রস্ফুটিত নির্মল আকাশ।
এ যেন জান্নাতি -পুস্পের স্নিগ্ধকর আবরণ, যা পেল এই বিশ্বভূবন।
আহ! কি নয়নাভিরাম প্রেমমুগ্ধ এ প্রকৃতি। তোমাকে কি আলতোভাবে ছুঁয়ে দেয়নি প্রকৃতির সেই নির্মল দুষ্টু বাতাস?
তুমি কি বিমোহিত হওনি প্রকৃতির সাথে কিছু সময়?
সূর্যোদয় বড়ই সৌন্দর্য্যময় !
হ্যাঁ, তা ঠিক; তুমি নদীর তীরে বসে সূর্যাস্ত দেখেছো।
সূর্যাস্তের সময়ও আকাশকে
কষ্টের লালিমার আভায় ছেয়ে যেতে দেখেছো।
আর সেই লালিমার পরে চলে আসে অন্ধকার! কালো নিগূঢ় অন্ধকার!!
সম্পূর্ণ পৃথিবী হয়ে যায় অন্ধকারময়!!
বন্ধু আমার! আমি দোয়া করি তোমার জীবনের কষ্টগুলো যেন হয় সূর্যোদয়ের লালিমার মত। সূর্যাস্তের লালিমা হারিয়ে যাক তোমার জীবন থেকে।
আর আমি?
দেখ যদি আমি অন্ধকারে নিমজ্জিত আছি তবে আমার সামনে " অন্ধকার!" "অন্ধকার!!" বলে চিৎকার করোনা....
একটি লণ্ঠন জ্বালিেয় দিয়ো আমার সামনে যা ঝড় হলেও তার আলোকে আগলে রাখবে...
যদি তা-ও না পারো তবে একটি প্রদীপ অথবা দিয়াশলাই এর একটি কাঠি জ্বালিেয় দিও, যা থেকে আমি আলো নেব আমার হৃদয়ে। আর হয়তো তোমার থেকে নেয়া সেই আলোটাকে ছড়িয়ে দেব হৃদয় থেকে হৃদয়ে!!
অতঃপর অপেক্ষায় থাকব আরেকটি সূর্যোদয়ের!!!
হয়তো তোমার দেয়া আলোর দ্বারা সূর্যোদয় হবে লাখো হৃদয়ে।
তাই আর্তি তোমার কাছে "একটু খানি আলো দাও! আমি ছড়িয়ে দেব হৃদয় থেকে হৃদয়ে"।
বিষয়: বিবিধ
৩৯২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ রইলো সুন্দর মন্তব্যটির জন্য। %%+
মন্তব্য করতে লগইন করুন